মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট- মন্দিরা ঘোষ
অপেক্ষা দাঁড়িয়ে থাকে
কিউপিড রাতের একাকার নিয়ে জ্বলজ্বলে সবুজ টিপ
রাতের লিপস্টিকে ফিকে প্রস্তাব
ঘুমের স্ট্রিপবোর্ড শার্টের একতারায় তূরীয় হয়ে উঠলে
শহরের গ্লাসে চলকে ওঠে বেঠোফেনের মদ
কলমের পাশে খালি গ্লাসের হয়রানি
সাইকো নখের ঘরে মোমবাতিগান
দেখতে দেখতে মেঘের তানপুরায়
একটা হলুদ পালক বার বার দৃশ্য হয়ে ওঠে
একটি করবী সকাল দাঁড়িয়ে থাকে
পুলওভারের চৌকাঠে
জুলিয়েট- মন্দিরা ঘোষ
অপেক্ষা দাঁড়িয়ে থাকে
কিউপিড রাতের একাকার নিয়ে জ্বলজ্বলে সবুজ টিপ
রাতের লিপস্টিকে ফিকে প্রস্তাব
ঘুমের স্ট্রিপবোর্ড শার্টের একতারায় তূরীয় হয়ে উঠলে
শহরের গ্লাসে চলকে ওঠে বেঠোফেনের মদ
কলমের পাশে খালি গ্লাসের হয়রানি
সাইকো নখের ঘরে মোমবাতিগান
দেখতে দেখতে মেঘের তানপুরায়
একটা হলুদ পালক বার বার দৃশ্য হয়ে ওঠে
একটি করবী সকাল দাঁড়িয়ে থাকে
পুলওভারের চৌকাঠে
দারুন
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteবাঃ বেটোফেনের মদ,সাইকো নখ আর পুলওভারের চৌকাঠ! কী চমত্কার শব্দ সংযোজন। খুব স্মার্ট পদ্যটি।
ReplyDeleteআপনার মতামতে প্রাণিত হলাম স্বপ্নকমলদা।ভালো থাকবেন।
Deleteএকটা হলুদ পালক সাইকো নখের পাঁচিল টপকে পুলওভারের ওম মেখে করবী সকালের দিকে কিভাবে উড়ে যায় ..এই কবিতা না পড়লে জানা যেতো না !
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteধন্যবাদ অভিজিৎদা
ReplyDeleteঅন্যরকম
ReplyDelete