Saturday, 27 June 2020

জুলিয়েট-শীলা বিশ্বাস

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-শীলা বিশ্বাস
সিপিয়া জুলিয়েট দিন










ফড়িঙের ডানা ধরা অলিভ রঙের ফ্রক বিকেল সোনা কাঠি রুপো কাঠি বৃষ্টিমাখা ধূলোবেলা ঝাঁঝরি ঝিলের এপার ওপার লম্বা সাঁতার সন্ধের মুখে ঝাঁকে ঝাঁকে মশাদের শোনানো চু কিত কিত গান। বয়ঃসন্ধির ফিসফিসানি কথা , হালকা ভালোলাগা কাউকেক্রাশ’ অচেনা শব্দ তখন মফস্ সলচিত্রহাররঙ্গীন বর্ণমালা সদ্য ডিম ফুটে বেরনো মুরগির ছানা। ল্প গজিয়ে ওঠা ছাগলছানার শিং আটের দশক, আহা লোডশেডিঙের বহর  পড়াছুটির সন্ধেআনস্মার্ট রোগা পাতলা মেয়েটার কোনো রোমিও ছিল না তবুও সিপিয়া জুলিয়েট দিন ছিল কল্পনার রোমিওর সাথে ছিল উড়াল ডানায় সলমা জরির কারুকাজ। আ্যলিসের ওয়ান্ডার ল্যান্ডে ঘুরে আবার ছুঁয়ে থাকা মায়ের আটপৌরে আঁচল।

6 comments:

  1. আবার অ্যালিসের ওয়ান্ডারল্যান্ডে ফিরেও আসে জুলিয়েট বাস্তবিক রোমিওর টানে !

    ReplyDelete
  2. অনেক ধন্যবাদ

    ReplyDelete
  3. Replies
    1. ধন্যবাদ মন্দিরা



      Delete