Saturday, 27 June 2020

জুলিয়েট-প্রিয়াঙ্কা পিহু কর্মকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-প্রিয়াঙ্কা পিহু কর্মকার
আচঁলের ঘর















আচঁলের ঘর তৈরী হয় পাঁচ মিনিটে ,
পাঁচিলের সমীক্ষায় নরম  চুন খসে পড়ল
কঠিন মেঝেতে ।
পরিত্যক্ত জমিতে ছেঁয়ে আছে
কার্বন কালো ধোঁয়া ।
একটু বিশ্বাম -আরামের বোঝাপড়া ,
জন্ম-বৃত্তান্ত ধুসসসস---
জল্পনা -কল্পনা পুরোটাই স্যাটিসফাইড (satisfied)
ভার্চুয়ালিটি আকাশে অস্তিত্ব নিকষ প্রাদুর্ভাব ।
পুরো বারো হাতের চেতনায় বাসা বেঁধেছে
অনির্বচনীয় আশার আকুতি ।
ভাঙনের মনুমেন্টে উঠে - ভার্জিনিটির সভ্যতায় ;-
     এক্স- ওয়াই -জেডের ,
রক্তিম সূচনা সূচিত হয়েছে.....
   আচঁলের ঘরে অশ্লীলতা হাসচ্ছে করিডোরে ,
       হ্যাঙ্গারে ঝুলছে দেখ সমাজের সমালোচিত অঙ্কুরিত ভ্রূণ...
আঙ্গিকের অ্যাশট্রেটা ভর্তি হল
                 পাঁচ মিনিটে :-
     তৃতীয় পৃথিবী গড়বে এবার .....।

No comments:

Post a Comment