Saturday, 27 June 2020

জুলিয়েট-অর্পিতা রায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-অর্পিতা রায়
ক্ষণিকের অভিমানটাই ভালো













ক্ষণিকের অভিমান ভালো।

নদীর স্রোতের মতো স্বচ্ছ সে ব্যথা,
দীর্ঘদিনের জমানো মন খারাপের
পরিস্ফুটন ঘটে যায় কত অনায়াসেই।
দখিনা বাতাসের শীতল স্পর্শে মিশে থাকে
আবার তাঁর ফিরে আসার গুঞ্জন,
ডাক বহন করে পেজা মেঘ,
অথবা এক পশলা বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিয়ে যায়
উড়ো চিঠির মতো।
কত বলা না বলা কুন্ঠিত বার্তা
এসে ভিড় জমায় চিলেকোঠার দরজায়,
প্রণয়ী কিংবা অপ্রণয়ীর বিরহ ব্যথার
সকল রূপ-রঙ-ছন্দ মিলে মিশে যায়
আবেগ গলানো দুফোঁটা চোখের জলে।
কিন্তু আবার ঠোঁটের কোণে
সেই পুরোনো হাসিটাই ফিরে ফিরে দেখা দেয়।

আমি বলি কি এটাই বেশ ভালো।
ক্ষণিকের অভিমানটাই ভালো।

No comments:

Post a Comment