মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট- রুবি রায়
বাংলাদেশের দক্ষিণ
জুলিয়েট- রুবি রায়
বাংলাদেশের দক্ষিণ
আমি , আমার সর্বাঙ্গ এখন প্রোটন কণা ।
ওর শ্বাসবায়ু , আমার লোহিত কণাকে
বিশ্লিষ্ট করে -- ক্লেভিয়াসের সৃষ্টি করেছে ।
এলাস্টিক মন চৌমাথা পেরিয়ে দৌড়ে বেরাচ্ছে ।
অ্যাক্সিডেন্ট করে , "খুন হয়েছি" বলে - বোবার চিৎকার করছে ।
আর একটু স্মৃতি খুঁটলেই স্যান্ডো গেঞ্জির
নীচে তিল ওঠা বুকটা ....
ভার্জিন করে নিতে পারবে ।
সন্তুষ্টি তখন গেঁথে যাবে বুকের খয়েরি রক্তে ।
সেদিন ভারত বুকে নিয়ে , চলে যাব
বাংলাদেশের দক্ষিণে ।
No comments:
Post a Comment