Saturday, 27 June 2020

জুলিয়েট-মুন চক্রবর্তী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-মুন চক্রবর্তী (গুয়াহাটি বেলতলা )
ভাঙনের পারে














নদী বাঁধ ভেঙে গেলে বন্যা
সঞ্চিত দুঃখের অভিসম্পাত।
জলোচ্ছ্বাসে ভেসে উঠে কষ্টের পানসি
ঘরের কোনে সাজানো ফুলদানি পুতুলের খোঁজ।
অস্থায়ী শিবিরে অস্থির খেলাঘর, হাঁড়িতে দিশেহারা।
শিবিরে ঘুমিয়ে থাকা অবুজ, আরোগ্য ডাউনলোড 
বাঁধের দায়িত্বে মুনাফা প্রতিবছর ভাসে ফসলের ক্ষেত।
হাজার ঘরের সমস্যা ভাঙনের পারে 
সুপ্ত ইচ্ছা গুলো বিক্রি হয় দয়ার সাগরে।
নদী রাক্ষুসে হয়ে শেষ সংবাদ পরিবেশন 
বাঁধ মেরামতের কেলেঙ্কারির সাজঘরে দর কষাকষি।
কিছু দয়া ভিক্ষা পাত্রে ট্যাক্সের অংকে
বিদেশি গাড়ির কাঁচে দুর্বলের প্রতিশোধ।
প্রকৃতির বিপর্যয় প্রমাণ নিতে আকাশ মার্গে
নদীর বাঁধ প্রতিবছর কান্নার অভিজ্ঞতা লিখে।


1 comment:

  1. পরিষ্কার ও শক্তিশালী ভাষা

    ReplyDelete