মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট- অনিন্দিতা মুখার্জী
রুটম্যাপে মহাপ্রস্থান
জুলিয়েট- অনিন্দিতা মুখার্জী
রুটম্যাপে মহাপ্রস্থান
সময়ের সাথে ডুবে গেছে সরগরম দিন ,
স্মৃতির ডার্করুম থেকে ভেসে আসে স্বপ্নের বিন ।
ভয়ে গুটিয়ে থাকে ফ্ল্যাশব্যাকে ভাইরাস আক্রান্ত মন,
সম্বল শুধু খোলা জানলা আর মুঠোফোন ।
অশান্ত খিদের তীব্র জ্বালায় রেললাইনে চাঁদ জ্বলে ,
অন্ধকারে কারা যেন কবর খুঁড়ে চলে ।
ঘাপটি মেরে বসে থাকে মৃত্যুভয় ...
কুয়াশা পার করে নতুন সমাচার বয় ।
খবরের ব্যাপারী এখনও শোনায় ধর্মীয় মকটেল ,
ক্ষণস্থায়ী বিষাদময় জীবনে এক মৃত্যুর খেল ।
অমোঘ বাণী বয়ে আনে এক মার্গীও গান ...
তাবৎ জনপদ ছন্নছাড়া,আচ্ছন্ন ...
একঘেয়ে দিনযাপন।
No comments:
Post a Comment