Saturday, 27 June 2020

জুলিয়েট-মৌমিতা মিত্র

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-মৌমিতা মিত্র
বলা হয়নি












তোমাকে বলা হয়নি অনেক কথা। শুনলে হয়তো ভাবতে আমিও তোমারই মতোন বারবার ভুল করি। চোখ বুজলে ভয় হয় সবুজ ঘাসের জমি থেকে পা পিছলে অনেক নিচে কোথাও তলিয়ে যাবো। আর সোজা হয়ে দাঁড়ানো হবে না। আমিও ভয় পাই হঠাৎ করে আলো নিভে যাবে। ভয় দেখানো অতীত জল পায়ে আমার চারপাশে ডাক দিয়ে চলে যাবে। আলো ফিরে এলে জল-পায়ের ছাপ বলে দেবে কোনো মিথ‍্যে ছিল না। মাঝরাতে কে যেন আমাকেও ডাকে। সাড়া দেবো ভেবেও চুপ হয়ে থেকেছি। আমার ঘরে তুমি আসনি। দেখোনি কতটা রংহীন নিরাপদ গোলকের মধ‍্যে নিজেকে ধরে রেখেছি। ধুলো আমাকে গায়ে মাখে না। 

No comments:

Post a Comment