Saturday 27 June 2020

জুলিয়েট-রঞ্জনা ভট্টাচার্য্য

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-রঞ্জনা ভট্টাচার্য্য
শেষ নেই যার













গাঢ় অন্ধকার, দুটো যুথবদ্ধ ঠোঁট, 
এই মুহূর্তে কোথাও ধ্বস নামছে, 
কোনো প্রান্তে অগ্নুৎপাত, 
অনেক আলোর মধ্যে টেকটনিক নড়াচড়া, 
বারুদের ঘ্রাণ, ওষুধের গন্ধ, 
দ্রুত হৃৎস্পন্দনে  শক্তির নিত্যতা সূত্র, 
শ্মশানে ছাই উড়ছে রূপকথার, 
তবু গাঢ় অন্ধকার, যুথবদ্ধ দুটো ঠোঁট

No comments:

Post a Comment