Saturday, 27 June 2020

জুলিয়েট-চন্দ্রদীপা সেনশর্মা

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-চন্দ্রদীপা সেনশর্মা
প্রথম আষাঢ়












বালিঘড়ি রাখা আছে
সময় ঝুরঝুরিয়ে পড়ছে তো পড়ছেই
বিরামহীন। ফলের ট্রলি নিয়ে হাঁক পেড়ে যায়
চৌমাথার মোড়। ব্যস্ততা সরিয়ে
অবসন্ন সকাল, বারান্দার গায়ে রোদ যদিও তীব্র!

চায়ের কাপ টেনে নেয় আলসে ঘুম-ভাঙা চোখ,
জুনের উত্তাপ মনে করিয়ে দেয় বাবার জন্মদিন
এই টইটুম্বুর আষাঢ়ে...

4 comments:

  1. তখন আষাঢ় আসে বালিঘড়ির বালি সব বৃষ্টি হয়ে ঝরে আর জুলিয়েটের ব্যালকনির নিচে রোমিও ভিজতে থাকে !

    ReplyDelete
  2. যখন আষাঢ় আসে বালিঘড়ির বালি সব বৃষ্টি হয়ে ঝরে আর জুলিয়েটের ব্যালকনির নিচে রোমিও ভিজতে থাকে !

    ReplyDelete

    ReplyDelete