মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-রিতা মিত্র
পোশাক
জুলিয়েট-রিতা মিত্র
পোশাক
পোশাক খুলে শুয়ে আছে মাঠ,
আকাশে কোনো বালি হাঁসের দেখা নেই,
কাহিনিতে পড়েছি, দূর্ভেদ্ধ জঙ্গল ছিল এক কালে।
এখন সারা বছরে ছিটেফোঁটা বৃষ্টির স্বাদ পায়না মাটি।
ধুলোর ঘূর্ণিঝড় উঠলে ওড়ে খরকুটো, উড়ে যায় কুড়েঘরের চাল।
মাটি যেন তপ্ত উনুন,
চরাচরে রাত নামলেও এখানে কোনো ডোরাকাটার ভয় নেই।
মাঝে মাঝে ঘুমের মধ্যে জেগে উঠি,
দেখি সারি-সারি বৃক্ষেরা হাতে তরবারি নিয়ে তেড়ে আসছে আমাদের দিকে।
চমৎকার
ReplyDeleteবাহ্। ভালো।
ReplyDeleteঅসম্ভব সুন্দর চিত্রকল্প এবং খুব বাস্তব
ReplyDelete