Saturday 27 June 2020

জুলিয়েট-সুষ্মিতা রায়চৌধুরী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-সুষ্মিতা রায়চৌধুরী (নিউ জার্সি)
গল্প 
রাতকাহিনী












ঝুপ করে নেমে আসে নিস্তব্ধতা....
ঘড়িতে তখন রাত এগারোটা 
কতোগুলো বছর কেটে গেছেনতুন আসবাবপত্র এলেও বুড়ো ঘড়িটা আজও বেজে চলেছে , সময়ের সঙ্গে তাল মিলিয়ে 
আদি অনন্ত , ক্ষয়হীন .....
নীল দেওয়ালে এক মুঠো শিউলী ফুল !
রঙ তুলিতে প্রাণহীন ...
কিছুক্ষণ আগের সব হাসি কান্না ল্প শেষফাঁকা চেয়ারদুটোয় এখনও শালটা পরে আছে ...
কেমন আরেকটা দিনের অবসান...
কাছিমের শ্লথ গতিতে নয়এক নিমেষে স্মৃতি হয় মুহুর্ত !!
ঘড়ির কাটায় বারোটা ...
আনচান করা চোখদুটো বারবার মুঠোফোনের স্ক্রীনে।
অনেক মেসেজের ভীড়েও একটা নামের অপেক্ষা 
কিন্ত নাগ্রহণের মায়াজালে পূর্ণীমা রাত...
শোনা যায় শুধু ঘড়ির কাটার আওয়াজ,
এগিয়ে চলে রাতদুটো বাজলো শহরে বুকে ...
পাড়ার রকের ছেলেটা রাতের প্রহরী ,
হঠাৎ কি তারা খসে পড়লো আকাশে....
নামটা ভেসে ওঠেহৃত্স্পন্দনে জেগে ওঠে অলস রাত্রি ....
এক ঝাঁক জোনাকি সাজিয়ে দেয় স্বপ্নের ফুলসজ্জা ...
দুটো মনএত কথাছুয়ে যায় ভালো থাকা !!
বুড়ো ঘড়ি জানে সময় এখানে স্থির .........
মিনিট , ঘন্টা কেটে যায়....
চোখ বুজে আসে সম্মতির শান্তিতে 
অন্ধকার চাদরে কোথাও ভোর চারটে....
বালিশ ভিজে যায় অসহায় আবদারে,
অব্যক্ত অভিমানে কান্নাচাপা নিস্তব্ধ প্রতিবাদ...
সোনাকাঠির ছোয়ায় হারিয়েছে লুকানো ডাকনাম 
ডাকপিওনের ছোয়ায় ভোরের আলো,
ডাল ভাতের রোজনামচায়,রাত্রির অবসান .........
মনের গভীরে ঘুমিয়ে থাকবে প্রথম প্রেম,
এসট্রের পোড়া সিগারেটে “বেকার কবিতা,
ঘড়ির কাটায় সবার অগোচরে লেগে থাকবে কপালের দাগে মৃত প্রলেপ 
জলছবিতে আশার আলো

সতেজ থাকবেই মনের আপণ চেনা রজনীগন্ধা 

No comments:

Post a Comment