মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
চোরা নদী
তোমার আসা যাওয়ায় পথে উপোসী দুটো চোখ পরিখা এঁকে দেয় ৷ তুমি বাতাসের মত অশরীরী হয়ে পাড় হয়ে যায় পরিখা , লোকালয় , বনপথ , ঝরনা ৷ একাকী নৈঃশব্দ্যের দেওয়ালে দিবসেরা আসে যায় ৷ গোপনে বেড়ে ওঠা শ্রাবণের আবদার ভেসে যায় স্রোতের অনন্ত গভীরে ৷ তুমি নিশ্চেতন , আমার যন্ত্রণাগুলো কখন এক একটা চোরা নদী হয়ে গেছে , খোঁজ রাখনি তার ! তোমার চলার পথের বাঁকে কখনও যদি তার খোঁজ পাও একটা বালির তাজমহল বানিও অন্তত তার বুকে ৷ জানি তো নতুন ঢেউ এসে ভেঙে দেবে , দূরত্ব আরো খানিক বাড়বে ৷
জুলিয়েট-রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
চোরা নদী
তোমার আসা যাওয়ায় পথে উপোসী দুটো চোখ পরিখা এঁকে দেয় ৷ তুমি বাতাসের মত অশরীরী হয়ে পাড় হয়ে যায় পরিখা , লোকালয় , বনপথ , ঝরনা ৷ একাকী নৈঃশব্দ্যের দেওয়ালে দিবসেরা আসে যায় ৷ গোপনে বেড়ে ওঠা শ্রাবণের আবদার ভেসে যায় স্রোতের অনন্ত গভীরে ৷ তুমি নিশ্চেতন , আমার যন্ত্রণাগুলো কখন এক একটা চোরা নদী হয়ে গেছে , খোঁজ রাখনি তার ! তোমার চলার পথের বাঁকে কখনও যদি তার খোঁজ পাও একটা বালির তাজমহল বানিও অন্তত তার বুকে ৷ জানি তো নতুন ঢেউ এসে ভেঙে দেবে , দূরত্ব আরো খানিক বাড়বে ৷
মন কেমন
ReplyDelete