Saturday, 27 June 2020

জুলিয়েট- তনিমা হাজরা

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট- তনিমা হাজরা 
যুদ্ধে যাবো না বলে












যুদ্ধে যাবো না বলে গুটিয়েছি হাত, 
আমার অন্তর্গত যুদ্ধ, সৈন্যক্ষয়, 
রক্তপাত, 
ঘোড়া ছুটে আসে, ধেয়ে যায় সৈন্যদল, 
ছিঁড়ে যায় বাঁধানো মলাট।।
সন্ধ্যে নেমে এলে, অস্ত্র লুকিয়ে রাখে শমীগাছ,সমঝোতা প্রস্তাবে সম্মতি দিয়ে মুচলেকা, সন্ধিকে মানতে শেখেনি যারা,
এ কুরুক্ষেত্রে তারা কোণঠাসা 
পদাতিক  একা।

1 comment: