মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-দেবযানী বসু
পারে না বহিতে গুরুজনভার
রংঝাল খাচ্ছে গালের চামড়া
গালাগালি দিয়ে তৈরি ডুগডুগির চামড়া
মৃত্যু চেয়ে বাঁচছে ঘরোয়া আইভরি ও ইবোনি মাতৃকাবর্ণেরা
টাকা না থাকা হাতের তালু নানারকম কচলাকচলিতে
বাজছে পিয়ানোর ষড়যন্ত্র ও স্বরযন্ত্র
পুকুর খুঁড়ে খুঁজলেও দলিল বার হবে না
ডালকুত্তা দিয়ে কংকালের মজ্জা খোঁজানো হল
বস্তার ঘড়ঘড়ে আওয়াজে কান পাতা দায়
মাশরুম তৈরির বস্তারা গলায় বাসা বেঁধেছে
এসব শ্বাসকষ্টের কাছে করোনা এঁটে উঠবে না।
জুলিয়েট-দেবযানী বসু
পারে না বহিতে গুরুজনভার
রংঝাল খাচ্ছে গালের চামড়া
গালাগালি দিয়ে তৈরি ডুগডুগির চামড়া
মৃত্যু চেয়ে বাঁচছে ঘরোয়া আইভরি ও ইবোনি মাতৃকাবর্ণেরা
টাকা না থাকা হাতের তালু নানারকম কচলাকচলিতে
বাজছে পিয়ানোর ষড়যন্ত্র ও স্বরযন্ত্র
পুকুর খুঁড়ে খুঁজলেও দলিল বার হবে না
ডালকুত্তা দিয়ে কংকালের মজ্জা খোঁজানো হল
বস্তার ঘড়ঘড়ে আওয়াজে কান পাতা দায়
মাশরুম তৈরির বস্তারা গলায় বাসা বেঁধেছে
এসব শ্বাসকষ্টের কাছে করোনা এঁটে উঠবে না।
ভালো লাগলো
ReplyDelete