মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-জারা সোমা
ছদ্মবেশী
জুলিয়েট-জারা সোমা
ছদ্মবেশী
যে আদুল ছেলেটা তেরছা তাকায়
তার গায়ে পুরুষ পুরুষ গন্ধ
আমি মশাল আলো মেখে
এগিয়ে যাই কাদামাটি ঘাঁটতে
হাতে ত্রিশূল নিলেই নিজেকে
কেমন যেন ত্রিনয়নী মনে হয়
অথচ আমার পেটের খাঁজে
জমে আছে আগুন মেদ
আঁধার ঘন হলেই ভেতর থেকে
বেরিয়ে আসে বন্য জন্তু
তখন কেবল শিকারী ও শিকার
আধুনিক সব উপকরণ যথাযথ থাকলেও
ধার করি রথদেখা কলাবেচা উদ্দেশ্য
আমি জখম বাঘিনীর মতো
আঁচড়াতে আঁচড়াতে ছিঁড়ে খাই
ভালোবাসার ছদ্মবেশী মুখোশ।
No comments:
Post a Comment