Saturday 27 June 2020

জুলিয়েট- সুলেখা সরকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট- সুলেখা সরকার 
শর্তহীন রতি










অতঃপর 
খামখেয়ালি সূর্য অস্ত গেলে, 
আটটি পুরোহিত গ্রহ চাঁদের স্লোগান নিয়ে, 
ঢুকে পড়বে পাঁজর ভাঙ্গা ঋণের ভেতর। 
নিদারুণ দুঃস্বপ্নে দেখবো একটি শর্তবিহীন রাত
গলে যাচ্ছে। গলে যাচ্ছে উজাড় রতিক্রিয়া। 
ঐ চোখে বসে থাকা এই দু-টি চোখ।
পরস্পর খুলে রাখা শরীরের বসবাস শেষ হলে, 
এক অপূর্ণ তৃপ্তি কার কাছে যাবে বলো ? 
কার কাছে তুমুল হয়ে উঠবে আবার ? 
যতটা দূরে যাও ততটাই নিঃশর্ত ভালোবাসি। 
নিপুণ প্রতিযোগিতা নেই আমার।

1 comment: