মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-পৃথা চট্টোপাধ্যায়
অন্য দ্রোহকাল
নাভিমূল থেকে উঠে আসছে
দ্রোহকাল
প্রতীক্ষায় নীল বর্ণ পদ্ম
নৈঃশব্দের অন্ধকার থেকে জন্ম হচ্ছে
কিছু জারজ শব্দের
প্রাগৈতিহাসিক পাথরের গায়ে
আজও প্রতিধ্বনিত হয়
কিছু নীরব কান্না
প্রতিটা বাঁকেই একটা গভীর খাদ থাকে
অনিবার্য কিছুর ইঙ্গিতবহ
অন্যদিকে জীবনের মুঠো ভরা প্রেম
চাঁদের আলোয় ভাসে পলাশডাঙার মাঠ
শীতল জলে অবগাহন করে কিশোরীবেলা
প্রভাতী ফুলের নির্যাস ভরিয়ে দেয় মন...
জুলিয়েট-পৃথা চট্টোপাধ্যায়
অন্য দ্রোহকাল
নাভিমূল থেকে উঠে আসছে
দ্রোহকাল
প্রতীক্ষায় নীল বর্ণ পদ্ম
নৈঃশব্দের অন্ধকার থেকে জন্ম হচ্ছে
কিছু জারজ শব্দের
প্রাগৈতিহাসিক পাথরের গায়ে
আজও প্রতিধ্বনিত হয়
কিছু নীরব কান্না
প্রতিটা বাঁকেই একটা গভীর খাদ থাকে
অনিবার্য কিছুর ইঙ্গিতবহ
অন্যদিকে জীবনের মুঠো ভরা প্রেম
চাঁদের আলোয় ভাসে পলাশডাঙার মাঠ
শীতল জলে অবগাহন করে কিশোরীবেলা
প্রভাতী ফুলের নির্যাস ভরিয়ে দেয় মন...
অপূর্ব
ReplyDeleteখুব সুন্দর
ReplyDelete