মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-সবর্ণা চট্টোপাধ্যায়
আশাভঙ্গের আগে
জুলিয়েট-সবর্ণা চট্টোপাধ্যায়
আশাভঙ্গের আগে
টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছি আলো
আবার জোড়া দেব বলে!
যে পথ আজ সংক্রামিত
নেই... ফোটা স্পর্শের ফুল
ধানের পাশে ঝরে পড়া শিশির
হাতে তুলে নেয় না কোন ভোর!
এত শূন্যতায় আজো দুষ্টু বাদুড়েরা উড়ে বেড়ায়
যোনি খুঁটে খায়।
পিচ্ছিল রক্তে ভাসিয়ে দেয় মাতৃদেহ…
তবু এ সভ্যতা আমার।
আমি সেই বিলুপ্ত প্রজাতির এক জীব
নিজে হাতে যারা পিটিয়ে মেরেছে তাদের ঈশ্বর।
হয়ত আর কোন দিশা নেই।
হয়ত বন্ধনী ছিঁড়ে চলে যাচ্ছে আলো
আমিও টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছি
আবার যদি গড়তে পারি
তোমায়,
ঈশ্বর!
No comments:
Post a Comment