মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-সোনালী মিত্র
সভ্যতার ভূত
আমার উঠোন জুড়ে রোদ্দুরে মাখামাখি গরল গন্ধ।
ভাতের হাঁড়িতে জ্বলছে আজ
পেটের আগুন।
ছড়িয়ে পড়েছে কান্নার ধোঁয়া
নির্মম বাতাসের শরীরে।
বেঁচে থাকার মন্ত্রগুলো হারিয়ে গেছে অসহনীয় যন্ত্রণায়।
অহংকারের ভূতেরা আজ দাপিয়ে বেড়ায় সভ্যতার বুকে।
No comments:
Post a Comment