Monday, 6 January 2020

হরিৎ বন্দোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৬-ষ্ঠ-তম প্রয়াস








পাখি রঙের আকাশ ----- ৭      হরিৎ বন্দোপাধ্যায় 

ছেলেগুলো স্টেশনে বসে মুড়ি খায়। যেন সবাই বাড়িতে বসে আছে। ট্রেন থামে। জানলার ভেতরে মানুষের মুখ দেখে ওরা দিল্লি মুম্বাই ঘুরে আসে। তাড়াতাড়ি মুড়ি শেষ করে কেউ কেউ অন্যের ঠোঙায় হাত ঢোকায়। দূরে কোথাও যেন হারমোনিয়াম বেজে ওঠে। দুটো ছেলে মুড়ির ঠোঙা ফেলে পাখার নিচে এসে দাঁড়ায়। হাতগুলো পাখির ডানার মতো দুদিকে তুলে ধরে। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি আসে। স্টেশনের সবাই এখন একটা ছাউনির নিচে। ছেলে দুটো এখন কৃষ্ণযাত্রা পালার কৃষ্ণ সুদামা।

No comments:

Post a Comment