মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৬-ষ্ঠ-তম প্রয়াস
এটি কোনও কবিতা নয় রথীন বন্দ্যোপাধ্যায়
লালনীল কবিস ভাকবি তাউৎ সব-এর ড্যাস মেরে তপ্ত অ্যাসফাল্টের রাস্তায় নাব্বো হাঁটব উদ্দ্যেশ্যহীন ভিখিরির কাছে দেশলাই চেয়ে বিড়ি ধরাব দু টান তারপরেই নিবে যাবে আগুন পোড়া বিড়ি আবার জ্বালব আবার আ বা র দেখেছি ওই দিকে ওদের রিকেট ভুখা পেট ল্যাংটো পিচগলা রাস্তা ছুটে চলেছে ওদিকেই
অনেক পেছনে মৃত ঠান্ডা পড়ে আছে শীতাতপ্নিয়ন্ত্রিত ফর্সা ফর্সা ফর্সাকবিদের দাঁড়িপাল্লায় চাপানো লালনীলকবিতা
No comments:
Post a Comment