Tuesday, 7 January 2020

অনামিকা নন্দী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৭-ম -তম প্রয়াস







কান্নার আধার হবে        অনামিকা নন্দী

​ধুলোমাখা পথ ধরে সেই কবে পার হয়ে গেছে মানবিকতা,দুপায়ে পিষেছে সততা আর বিশ্বাসের কুঁড়ি 
সকাল ​এখন অবিশ্বাস গায়ে মাখে ,লোলুপ জিভ বের করে নগ্ন খেলায় মেতে ওঠে অলস দুপুর
​তুলসীতলায় সন্ধ্যাপ্রদীপ জ্বলেনা ​,জ্বলে পুড়ে ছাই হয় সৎ আত্মা,দুরাচারীরা ধ্বংসের উল্লাসে ​পাপের প্রসাদ ছড়ায় 

​হিংস্রতার লেলিহান শিখা গিলে নেয় চাঁদের আলো, লেখা হয় মৃত্যুর ইতিহাস 
​চিৎকার করে বলতে ইচ্ছে হয় "হে নতুন শতাব্দীর জাতক,যে সূর্য তোমরা দেখবে ,তা হবে মিথ্যার"৷
​অবাক হবে,জলের স্রোতে ভেসে যাবে লাল রং নদীর নাম বোধহয় 'রক্ত নদী '
​পাথরের খাঁজে খাঁজে বিষন্ন স্মৃতি, কান্নার আধার হবে এই পৃথিবী 

No comments:

Post a Comment