Tuesday, 7 January 2020

মায়িশা তাসনিম ইসলাম

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৭-ম -তম প্রয়াস







বলয়গ্রাস ১৯    মায়িশা তাসনিম ইসলাম

প্রিয়তমা অন্ধকার
তুমি আধ্যাত্মবাদ শেখাতে আসলে ভাইয়ের মাথায় সিলিং ঘোরে। সমস্যাটা বাবার আমলে মিটে যেতে পারত কিন্তু মা শিখিয়েছে যুদ্ধ আর ছয়টা তপস্যা। ২১ গন্ধের মসলা দিলে গালি খেতে হয় আর গরু তে প্রিয় সাম্রাজ্যবাদ ধরা পড়ে। বোবার সামনে নাক পাতলে মায়েদের অফিস লাঞ্চ ফ্রিজে পঁচে...একতরফা মিটিংয়ে একটা বিড়াল হয়ে দুধের দেবী খুঁজি, রক্তাবৃত আত্মারা ঘূর্ণনে লাফিয়ে ওঠে কালকূট গুঞ্জনে....

প্রিয়তমা অন্ধকার
নীলের সাথে জড়িয়ে যায় শ্যামাঙ্গ ক্রেতা বিক্রেতা, হাসিমুখ পাখা সঞ্চয়ে দুই শালিক বন্দি হয় না। তেষ্টা পেলে গাছেদের ফিল্টার আছে, সবুজ পানে গলাটাও যদি নীল মত রূপকথা, ফিরে যাব ভোরের পদ্মা-কবচ আমলে...

No comments:

Post a Comment