মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৮-তম প্রয়াস
ঠিকানা বলা হয় নি অনিন্দিতা মুখার্জী
মানতের সুতো বাঁধা জীর্ণ বটের গল্প ঘাটের সাথে
ঘাটের পাড়ে নাম না জানা মাঝি আর তার নৌকো
সন্ধ্যে নামে ,আকাশ কালচে লাল ।
মাঝ নদী পেরিয়ে দেখি ,
পেছনে জল নেই ...শুধুই চোরাবালি ।
বৈঠার ছলাৎ আওয়াজ
ছলকে ওঠে হৃদস্পন্দন
জল বয়ে চলে ...
ঝাপসা হয়ে আসে ওপারের দৃশ্য ।
ডানা ঝাপটাতে থাকে ডালে বসা পাখি ।
কে জানে কিই বা বলতে চায় ।
মনে হয় মাঝিকে স্বপ্নের ঠিকানা বলা হয় নি ।
ভেবেছিলাম বলা হয়ে গেছে ।
রণে ভঙ্গ দিয়ে অনুভবে চলতে থাকি ।
মনক্যামেরায় বন্দী করি উপচে পড়া স্মৃতি।
ধীর হাতে শব্দের গায়ে আঙ্গুল ছোঁয়াই
ঝাপসা হয়ে আসে অক্ষর গুলো ।
আমি চলতে থাকি ......
নরম কচি রোদে , কচুপাতার ওপরে শিশির হয়ে
নদীর পলিমাটিতে,বাড়ির উঠোনে ঝরাপাতার গানে
আমি চলতে থাকি আমার স্বপ্নের সাথে ...
এখনো রোজ নিয়ম করে অপেক্ষার প্রহর গুনি ।
জানিনা কেমন করে জানা যায় চলা শেষ করতে হবে ।।
No comments:
Post a Comment