Wednesday 29 January 2020

অনামিকা নন্দী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৯-তম প্রয়াস












আমার পরাজয়     অনামিকা নন্দী

যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছো
​তা নদীর জলের মতন স্বচ্ছ আর পবিত্র
​তোমার প্রতিটা স্পর্শ নিষ্পাপ  
​যখন দুহাতে কাছে টেনে নাও অচেনা বাতাস
​ছুঁয়ে যায় শরীরের ভাঁজ 
​তোমার দীঘল বুকে মাথা রেখে খুঁজে পাই
​শান্তির আশ্রয় 
​মুঠোভরে রাখা আবেগ আলগোছে ঝরে
​জন্ম নেয় যৌবনা নদী
​ঠোঁটের উষ্ণতায় পাপ মুছে যায়
​ বোধের পাপড়ি খসে ভালোবাসার আঙিনায়
​প্রশ্নরা শাসন ভাঙে ছুটি নেয় ভয়
​তোমার চোখের মায়াবী চাহনি ,আমার পরাজয় 

No comments:

Post a Comment