Friday, 3 January 2020

সৌরভ ঘোষ

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৭-তম প্রয়াস







তোমার কথা         সৌরভ ঘোষ  

আমার কথা না হয় থাক...

তুমি বলো, 
মৌনব্রত ভাঙার সরবত,
গাছের ছায়ায় ভাঙা গলার কসরত...  

তুমি বলো,
জাজিম বিছানো মাঠে বুলেটের গান 
বোবাদের ডাকে জলীয় অনুরণণ...

তুমি বলেছিলে, 
বোবা যদি কথা বলত
ম্যাজিসিয়ানের চালাকিও ধরা পড়ত...

No comments:

Post a Comment