Tuesday, 7 January 2020

হরিৎ বন্দোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৭-ম -তম প্রয়াস








পাখি রঙের আকাশ ----- ৮          হরিৎ বন্দোপাধ্যায় 

বাবার হাত ধরে গাছের কাছে যেতাম। গাছের ডালে বসা পাখি দেখে বাবা নামতা শেখাতেন। বাবা বলতেন, গাছ তোমার। পাখি তোমার। অঙ্ক নিয়ে বসলে, গাছ আমার ভেতরে মাথা তুলত। প্রবল বৃষ্টিতে চারপাশ ঠাণ্ডা হয়ে গেলে আমার কানে আসত পাখির গান। গাছ, পাখি, অঙ্ক ------ সব একছাদের নিচে। ফুল দেখিয়ে বাবা বলতেন, দ্যাখো, গাছ কি সুন্দর চেয়ে আছে। সেই থেকে গাছকে আদর করার সময় ফুলে চুমু খাই। এখনও দুবেলা নিয়ম করে গাছ, পাখি, বাবা, আমি অঙ্ক কষতে বসি।

No comments:

Post a Comment