Tuesday, 7 January 2020

গোলাম রসুল

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৭-ম -তম প্রয়াস







গান         গোলাম রসুল

সে রাত্রিতে আমি দেখেছিলাম নদী কেমন করে জড়িয়ে ধরছে গান
আকাশ তখন শিশু পুত্রের  মতো ঘুমে কাদা নদীর ওপরে

জলে ভেসে যাচ্ছে রাত
সর্বনাশ যা কিছু ছিল সব আমার একার

দূর তো দূর নয়
বন্ধুর মতো কেবল তারই কথা শুনতে পাচ্ছিলাম
যে আমকে অশেষ করবে তাকে চিনতে পারছিলাম না

জীবন ছিলো ঝড়
থেমে দাঁড়িয়েছে আমার দেহে
আর পাশ দিয়ে চলে গেল একটা স্টিমার

জোয়ারের ভেতরে তখন  কেউ গাইছিলো গান

No comments:

Post a Comment