Friday 10 January 2020

মৌসুমী চৌধুরী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১০ম- তম প্রয়াস












হেমলক যাপন    মৌসুমী চৌধুরী 

রক্তে বেজে ওঠে দুন্দুভি দু্র্দম,
 কাড়া-নাকাড়া-ভেড়ি।
পাট করা শাড়ির ভাঁজে ঘুমোয়
ছাদ ছোঁয়া আকাঙ্ক্ষারা,
আকাশে চাঁদের টিপ।
আওড়ে যাচ্ছি সুখ
জল সংসার থেকে আবাহন।
আমার ভারতবর্ষ,
তোমার সাথে হেমলক যাপন।

No comments:

Post a Comment