মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৭-তম প্রয়াস
তুমি সৃজা রায়
পথে নামো কলঙ্কিনী ।মস্তিস্ক খেকো কীটেদের বিছানায় শরীর জাগুক আরেকবার, ছিঁড়ে ফেলা ঔদ্ধত্যের গন্ধ তোমায় আজ বোঝাবো।প্রেমিকদের শতরুদ্ধ কংক্রিট কলার নিংড়ে তার মধ্যে গেঁথেছো বারুদের আলপিন,টুকরো তাদের অস্থির ভিতর কালো মরিচের মতো পচা রক্ত!ভেজা পায়ের তলায় নরম মাংস আজ খুবলে খেতে চাই!উফফ্ একাকিনী তোমাকে সাজিয়ে দেবো নগ্ন রাত্রির বিলাসীতায়!পাশে বসে গল্প করার মানুষটা উষ্ণ পিচের ঘর্ষনে পৃষ্ঠগত হয়ে পড়েছে।খসে যাওয়া চুনের দেওয়াল,যেখানে ছিলো মহোময়ী স্বাদের হলুদের দাগ,তুমি পারো ভুলে যেতে,আমি ওখানেও লিখে এসেছি,চৌখুপির আঁকিবুকি দিয়ে, তোমার শুষ্ক বুক থেকে নষ্ট পাখির হৃদয়টা ছোবল মেরে নিয়ে যাওয়ার উপায়,শীতের রাতে আমার শরীর বেয়ে শিরোনাম বেড়ে ওঠে। তোমার পরের পদবীতে একটা শূন্যস্থান বসিও, আমি শুকনো লালগোলাপের পাপড়ির সাথে একটা ছুরি রেখে আসবো,ওই যে তোমার জন্মদিনের শেষে,মোমবাতির গলন পড়বে আমার বুকে।আমি সামলে নেবো,তোমার ছোবলের বিষ আমাকে এর চেয়েও যন্ত্রণা...নাহ!বিষাক্ত করে তুলেছে!ছোবল মারো কালনাগিনী, বার কয়েকবার ছোবল মারো,তোমার নেশায় আমার নিকোটিনের ছাঁই গড়ে ওঠে বইয়ের ভাঁজে!
জানো তুমি, রাত্রে আমি ঘুমোয় না,পথে পথে বিভৎসতা খুঁজে বেড়ায় আর শুনি নির্জনতার শব্দ, তোমার নিশ্বাসের গন্ধ পায় ড্রেনের কালো জলের ভিতর,আর তোমার সেই তিল গড়ে ওঠে প্যান্ডুলামের মধ্যস্থানে।এই শীতের রাত্রিতে তোমার জরায়ুর সংকোচন আমি আন্দাজ করি,আরো ক্ষেপে উঠি!ভেঙে ফেলি সবকিছু!আয়না,আসবাপত্র সব!তুমি তুমি চারিদিক, তোমার অভিনয়ের দিনগুলো!ইশ্ যদি ফিরে পেতাম! শোনো তুমি,তোমার এই উন্মাদ প্রেমিক আরো অনেক খুন করতে পারে,রক্ত নিতে ভালোবাসি!পারলে তোমাকেও!তোমার শবদেহের সাথে ঘর বাঁধবো!নাই বা হাসলে নাই বা সাড়া দিলে!তোমার ক্ষুধার্ত চোখ দুটো জ্বলবে এই তো অনেক!বাসি ফুল দিয়ে সাজাবো ঘর,অনেক নিকোটিনে তোমায় ইচ্ছেমতো চোবাবো,তুমি ডুব দেবে আর আমি- তোমায় দেখবো!ডুবে যাচ্ছো!ডুবে যাচ্ছো!ডুবে যাচ্ছো!তোমার দেহটা পচে গলে গেলো,চারিদিকে দূর্গন্ধ, তোমায় ভয়ানক লাগছে!আহ এই তো তুমি!আমার মোহিনী, তোমায় অনেক নিষ্পাপ লাগছে!আমাদের ভবিতব্যের ঘর অনেক সুখের হবে দেখো,আমি প্রেমিক!উন্মত্ত প্রেমিক!বোকা প্রেমিক!দর্শক প্রেমিক!অপমৃত্যু ভালোবাসতে গেলে যতটা নোংরা হতে হয়, আমি সেই প্রেমিক!
এই শতচ্ছিন্ন জামার মধ্যিখানে তোমার অস্তিত্ব আজও, পার্কের বিকেলের চিনাবাদামের মতো!
ফিরে এসো মায়াবিনী!ফিরে এসো!
No comments:
Post a Comment