মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৭-তম প্রয়াস
স্পর্শরাগ গৌতম কুমার গুপ্ত
সব ঘুমের আদর টুকু নিয়ে নিলে
পড়ে থাকল কিয়দংশ অক্ষরের ধূলোবালি
একটি অনুচ্ছেদও রইল না অপঠিত
অনাদর লেগে রইল বিতৃষ্ণ চোখে
চুম্বনের সারাংশে একটি চিরকাল অাছে
পুরোনো বইয়ের বাদামী পাতায়
সেই সাক্ষ্য মুদ্রিত আজও
স্পর্শে যে সুখজ্যোৎস্না আছে
আভালোকে মঞ্জুরিত শাখায় শাখায়
বিহঙ্গেরা ফিরে এলে খুঁজে নেবে
ডানায় গ্রথিত পরদেশ
খেচরের সীমানায় বাঁধা থাক
নীলমাখা আদরের অবশেষ ছায়াটুকু
No comments:
Post a Comment