মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৭-তম প্রয়াস
আত্মত্যাগ চিরঞ্জিৎ বৈরাগী
আত্মত্যাগ চিরঞ্জিৎ বৈরাগী
জীবন বয়ে চলে, তার প্রমাণ কমলের লাঙলে। কমলের দশ বছর বয়স থেকেই চাষী, এখন তার ষাট বছর বয়স। তার বোউ সামান্য গৃহিণী। কমল খুব পরিশ্রমী। তাঁর পরিবারে তাকে দিয়ে পাঁচ-পাঁচটি পেট। দুটি কন্যা এবং একটি পুত্রকে নিয়ে তাদের অভাবের সংসার; পেটে খেয়ে বেঁচে থাকাই তাদের একমাত্র উদ্দেশ্য। কন্যা দুটির একজন বিজ্ঞান নিয়ে পড়ে, ডাক্তার হওয়ার স্বপ্ন সার্থক করেছে। আর একটি কন্যা ইংরেজিতে এম.এ পাশ করে মাস্টার হবার বাসনায় লিপ্ত। পুত্রটি ছোট, যদিও তাঁর স্বপ্ন একটু আলাদা; সে বড় হয়ে দেশ সেবায় ব্রতী হতে চাই! তিনটি সন্তানের স্বপ্নকে বাস্তব রূপ দিতে চাষীটি নিজের জীবন বিসর্জন দিতে চান এবং যেকোনো কষ্টকে উপেক্ষা করেন। কমলের বৌউও সর্বদায় সন্তানদের সাহায্য করে চলে, শত কষ্টের বোঝা মাথায় নিয়েও!
যথারীতি কন্যা দুটির স্বপ্ন পূরণ হল, পুত্রটিও দেশ সেবার উপযুক্ত হল। বাবার সকল স্বপ্ন বাস্তবে রূপ পেল। কিন্তু কমল সকলের অজান্তেই একদিন হার্ট অ্যাটাকে মারা গেল। কমলের বৌয়ের মৃত্য হল না, তবে মৃত্যুর অধিক যন্ত্রণা তাকে বিছানায় ভুগতে হচ্ছে! পিতা-মাতার আত্মত্যাগ সবাই কি মনে রাখে?
No comments:
Post a Comment