ঝড় থামলে অনঞ্জন
প্রকাণ্ড এক ঝড়ের মাঝপথেই হঠাৎ ঝড় থেমে গেল,
তাই একটু আলো দেখা গেল অন্তত,
আমার প্রশ্ন করার অনুমতি ছিলনা,
যদিও ও ছিল আমারই ঘর-
লণ্ডভণ্ড, আছাড়ি-পিছাড়ি- ঝড় উঠল আলোতে-ধুলোতে,
ছিটিয়ে, ছড়িয়ে গেল সবই-
ভাঙা কাঁচ, দরকারি কাগজ,
একদম উলটে যাওয়া দেরাজ,
যত ধুলো আর কিছু স্মৃতি,
একটি একটি করে তুলতে লাগি, সরাতে থাকি স্তূপাকার ধুলো,
ধুলোর ধারনা কেবল স্মৃতি,
আর ওই নিশ্চুপ বসন্তেরা,
দেখি ধুলোরা সবাই দরকারি,
ধুলোদের পাশে বসে থাকি
ঝড়শেষের সিঁদুরে আলোতে সব কান্না থেকে যায় বাকি।
"ধুলোরা সবাই দরকারি" বেশ লাগল কবি। অভিনন্দন রইল
ReplyDeleteভালবাসা নেবেন।
Deleteভালবাসা নেবেন।
Deleteএকরাশ ধুলোমাখা অভিনন্দন। । খুব সুন্দর লিখেছ
Deleteঅনেক ধন্যবাদ বন্ধু!
Deleteখুব ভালো লাগলো
ReplyDeleteবেশ, জেনে ভাল লাগল!
Deleteএকরাশ ধুলোমাখা অভিনন্দন। । খুব সুন্দর লিখেছ।
ReplyDelete