|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
এপ্রিল সংখ্যা ||
ভেসে চলা দেবাশীষ মুখোপাধ্যায়
নির্জনতাকে ছুঁয়ে বসে
জলকেমন পানে
কোলাহল কবরে মৃত
শুকনো কদম জানে
ছেয়ে গেছে শূণ্যতা
খোলশছাড়া ঘ্রাণে
মৃত্যু বলয় কৃষ্ণ হয়ে
মাদল পাগল টানে
বুকের ওপর শিশির সূর্য
পাঁজরে হরিৎ চাষ
কাল শুধু সময় গোনে
জীবন বছর মাস
ভালো লাগল
ReplyDelete