Friday 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-দেবার্ঘ সেন

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

নীলাচলে       দেবার্ঘ সেন



যতদূর চোখ যায়, ততদূর দেখি না এখন আর
দেখার আয়তনে জলবায়ু পরিবর্তন করে নিয়েছি

নিজেকে ক্ষুদ্র মনে করানো গেলে
এটা সম্ভব ছিলো না কোনওমতেই

নির্দিষ্ট কিছু কিছু স্থান
যেভাবে রেখেছে সাধারনের প্রবেশ নিষেধ
সে জানে তার অনাক্রম্যতা।

ভুলে গেলে চলে যাবে যাবতীয় ক্ষয়
মাঠ মাত্রই ভাবিয়েছে খেলার মাঠ, এ দর্শন বিশ্বাস
তারই বিক্ষুব্ধ নয়ন।

আশীর্বাদ করি, তুমি তার মাথা খাও
বুকে রাখো খোলা মাঠ।
আমি যাই নীলাচলে, হিম স্তব্ধতায়...




5 comments:

  1. এ কবির ডিকশন আমার বরাবরের পছন্দ

    ReplyDelete
  2. "ভুলে গেলে চলে যাবে যাবতীয় ক্ষয়"
    অভিনন্দন কবি

    ReplyDelete
  3. মুগ্ধ হ'লাম...

    ReplyDelete
  4. মুগ্ধ হ'লাম...

    ReplyDelete
  5. সুশোভন ঘোড়াই1 May 2021 at 20:15

    অসাধারণ লেখনী। বারবার মুগ্ধ হই

    ReplyDelete