Friday, 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-অনামিকা নন্দী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

 আবার আসবো ফিরে     অনামিকা নন্দী


চলতে চলতে হঠাৎ দেখি হারিয়ে যাওয়ার ভয় এসে বাসা বেঁধেছে মনের চোরাকুঠুরিতে,
যাপিত জীবনে হারিয়ে তো যায় কতকিছুই...
ছোটবেলার খেলনা  জলছবি,বয়ঃসন্ধির চিঠি,
হারিয়ে যায় রাস্তার মোড়ে মোড়ে ফেলে আসা সম্পর্ক, 
মুছে যায় অসংখ্য আদরের সম্বোধন....
মুঠোভরে আটকে রাখা কথারা অসতর্কে কখন যে অনামিকা থেকে খসে পড়ে যায় নদী জলে..
ভালোবাসার শেষ আভাটুকু মিশে যায় দিগন্তের ওপারে।
মহাশূন্যের কোনও দূর বিন্দুতে থাকে ফিরে পাওয়ার চাবিকাঠি,জেনে রেখো 
"উপকথার ফিনিক্স পাখির মতো আগুন পোড়া ছাই থেকে আবার নতুন করে উঠে আসবে আমার অস্তিত্ব 
" হয়তো খানিক বদল হবে তা বলে চিনে নিতে ভুল কোরো না..… 



1 comment: