Friday, 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-হারুন আলী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

সূর্যমুখী     হারুন আলী 


একনাগাড়ে তাকিয়ে থাকায় অভিমান করেছে আরেক সূর্যমুখী
আঁধার নামিলেই ঘুমিয়ে পড়বে সে,আবার কখনো হাসবে কি !

মনে হল একখানি ফুল ছিঁড়ে, বেঁধে দেবো চুলের খোঁপায়
মাটিতে জনম যার,তার কি সাজে বসে থাকে সোফায় ?

থাক,ছেঁড়ো নাকো; ঘুমোক সে,হোক শান্ত
সারাদিন মুখ চেয়ে ছিল,ক্ষুধার্ত নয়তো ক্লান্ত ।







2 comments:

  1. সুন্দর কবিতা। অভিনন্দন কবি

    ReplyDelete