Friday 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-শুভশ্রী সাহা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

বলিরেখা        শুভশ্রী সাহা


আহা থাক! 
কানের পাশের দু একটা রুপোলি তার
সিঁথির পাশের তামাটে ফাঁকা জমি
ভুলে গেলে  কতদিন শূন্য থেকে যায়
খালি গলা আর কানের লতি

চোখের পাশে  কাকের পা ছাপ
নিটোল ত্বক রুক্ষ টিলার সার
অববাহিকায় কখনো জেগে ওঠে
কোমল বেলার কড়ি কোমল  ধার।

আহা থাক!
আধখানা হবার পর
পূর্ণ গ্রহণ লাগে চাঁদে
গ্রহণ বেলায় নিরেট অন্ধকার
পূর্ণ হতে  পুরুষ তবু মাথা রাখে  কাঁধে। 







3 comments:

  1. 'আহা থাক'বলছি না, বলছি চলতে থাকুক কলম। দারুণ দারুণ।

    ReplyDelete
  2. "পূর্ণ হতে পুরুষ তবুু মাথা রাখে কাঁধে" সুন্দর। অভিনন্দন কবি

    ReplyDelete
  3. বয়স কে উদযাপন করছেন কবি, নিটোল রুক্ষ টিলায় ঝড়া পাতার মর্মার

    ReplyDelete