Friday 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-ফটিক চৌধুরী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

কবিতা      ফটিক চৌধুরী


দিন ছুটে চলেছে রাত্রির দিকে
গ্রাম ছুটে চলেছে শহরে
নদী ছুটে চলেছে মোহনায়
শুধু কবিতা ছুটতে ছুটতে
হোঁচট খাচ্ছে।

রাস্তা ঠিক না থাকলে
এরকমই হয়
তাপ্পি মেরে দু'লাইন
এভাবে কি চলে ?

ছোটার আগে অনুশীলন চায়
ভাললাগার, ভালবাসার।
কবিতা তখন পাশাপাশি হাঁটবে।






2 comments:

  1. বেশ হেঁটে গেল এই কবিতা। অভিনন্দন কবি

    ReplyDelete
  2. সকলে পড়ুন আর মতামত দিন। ভালোবাসা কবি কে।❤️❤️

    ReplyDelete