|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
এপ্রিল সংখ্যা ||
বেলা - অবেলায় শম্পা মনিমা
জানি না কেন এমন সময় এলাম ?
কেনইবা এলাম ?
যে পথ ঘুরে বালুচর ছুঁয়েছে ,
ঐ পথ দিয়ে গিয়ে দুয়ারে পৌঁছাবে
শুধু মনে রেখো, সেখানেই–
সেখানেই হাস্যময় ভীড়ে বিসন্ন বিকেল চেয়ে থাকে
কেন যাবে, যতই হোক অবেলা
তুমি ,বেলা হলেও যেও না হয় সকল বন্ধন ছিঁড়ে ফেলে।
ভালো লাগল, ভালোবাসায় ভরা ছোট্ট কবিতাটি। অভিনন্দন কবি
ReplyDelete