Friday, 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈ ২টি কবিতায়- নবকুমার শীল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

নবকুমার শীল 


পেছনে গোধূলির গাঢ়তা 

যে বাড়িটা দেখাবার চেষ্টা করছি  
বয়স ২০০ হয়নি , কারণ যত্ন করা হয় !  
সিড়ি গুলোর ধাপ এখনও গভীর ভাবে ক্ষয়ে যায়নি । 

নিশ্চিত , বুড়ো সিংহের দাঁত পড়ে যাবার মতো করে খসে খসে যাবেই  

পৃথিবীতে এরকম বাড়ি আর কখনওই নির্মিত হবে না ।  

কিছুই আর কখনও ফিরে পাবো না বলে একটু কাতর এমনকী বিভ্রান্ত , 
এদিকে আলগা হয়ে আসা মাথার চুল ,ভুরুর চুল উড়ে চলে যাচ্ছে । 

অতক্ষণ যে বাড়িটা দেখালাম একশোরও অনেক কম বয়স !

পাখিরাই ডাকে

পথের দু'ধারে বিশাল অশ্বত্থ আর তেঁতুল গাছ এ চোখ বহু দেখেছে , তবে 
এমন চোখ দেখলাম এই প্রথম বুঝতে পারছি না কোন ভাষা ভাষির লোক ! 

চোখের সামনেই একঝাঁক নয়নতারা কী একটা সুর যেন গুণ গুণ করে ওঠে যেন অলবামে আঁটা ছবি ।

রাজা হরিসভায় কাউকে গ্রহন করলে পার্ষদদের কিছু বলার থাকে না , 
কে যেন তীব্রভাবে বলে ওঠে তোমাকে দরকার নেই । 
এর ফলে দৃষ্টি শক্তির একটা অদ্ভুত সমস্যা তৈরি হয় । 

এখানেও ঠিক তাই হল , মন খারাপ । মনখারাপের কারণে শরীরটা আরও খারাপ হয় । 

সেই দুর্দান্ত স্মতিগুলো হারিয়ে গেল আর কারা যেন বার বার ডাকে ... !





1 comment:

  1. দুটি ভালো কবিতা। অভিনন্দন কবি

    ReplyDelete