অশ্রু ও কবিতা রাখী সরদার
দরোজাটা খুলে দাও
ফিরে যাই প্রাক্তন দুঃখের কাছে
হাওয়ায় হাওয়ায় উড়ে যাক
অনন্য মুহুর্তের রাত
ভোরের নদীর জলে
ভেসে আছে মৃত শুকতারা ,
শরীরে তখনও লেগে
খুব প্রিয় তোমার নিঃশ্বাস...
এক পা বাড়িয়েছি কি
আর্তনাদ করে উঠলো বুকের
সবুজ টিয়া... গাছে গাছে আনাড়ি
ঝড়ের কোলাহল ,এই তুচ্ছতম প্রাণে
শক্তি নেই তোমাকে ভোলার...
তার থেকেএই ভালো অশ্রু ও কবিতায় নিঃশব্দ হয়ে যাওয়া।
বাহ!
ReplyDeleteভালো লাগল। অভিনন্দন কবি
ReplyDelete