|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
এপ্রিল সংখ্যা ||
নিজ দেশে নিরুদ্দেশে আরিফুল হাসান
তোমার একটি হাত মাধুরীর ছোঁয়া
অরুণ আলোর ভোরে লিখে দিলো চম্পা -চরণ
যদিও নিবিষ্ট মন এসবের বাইরেই থাকে
কাঠগোলাপের ফুলে ছায়াছবি আঁকে।
একান্তে কী কথা বলবে বলেছিলে
তারপর একটানা কবিতা শোনালে
বলতে আর পারলে তুমি কোথায়?
তুমি আমি মেতে যাই জৈব রসায়নে
এভাবেই একা একা ঝরে ফুল
ঝরে পড়ে কুয়াশা; মানুষের দিন চলে যায়।
"তুমি আমি মেতে যাই জৈব রসায়নে"
ReplyDeleteবেশ লাগল কবি, ছন্দোময় অভিনন্দন