Friday, 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-অনুপ মণ্ডল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

আবাসন      অনুপ মণ্ডল


আবাসন ভেঙে ইদানিং এখানে গড়ে উঠতে চলেছে
দশতলা বারতলা ফলের বাগান
প্রত্যেক তলার কার্নিশে
বিশাল বিশাল মৌচাক,তাতে আছে মধুভরা

স্যুইমিংপুলগুলোয় জল উপছে পড়ে যাচ্ছে
স্নান করার কেউ নেই;ছেঁড়া গামছার মতো বিকেল
তবু কেউ কেউ কখনো কখনো
ফল কুড়োতে এসে পেয়ে যাচ্ছে
গোপন জলপরীদের ডিসপোজেবল কাঁচুলি
জল পাহারায় ছোটখাটো এক প্রত্নপুরুষ

পড়ন্ত রোদে একটু একটু করে সময় বেঁকে গেলে
পরিবর্তিত জ্যা-য়ের ওপর প্রস্তাবিত নীল ঘোড়া
ঠেস দিয়ে দাঁড়িয়ে
বুড়ো গরুর লড়া দাঁত ও সিন্ধু সভ্যতার উঁচুনীচু





1 comment: