ক্যাকটাস প্রেম মৌ গাঙ্গুলী
নাম না নিয়ে যখন কোনো ডাক চিৎকার করে কিছু বলবে বলে,
আমিরা তখন লুকিয়ে থাকে
লজ্জার খোলসে ।
এক বিদ্যে লিপ্সা উকি মারে
দেয়ালের কোন ঘেঁষে।
চ্যাটচ্যাটে নোনা গা বেয়ে
গন্ধদের রহস্য খেলা ।
শান্তির দূত অস্কার জিতে,
নিশ্চিন্ত ঘুমের স্বপ্ন দ্যাখে ।
চোখের কৌণিক বিন্দু
তখনও জল গিলে সভয়ে। আজানুলম্বিত শিরদাঁড়া
ক্যাকটাস প্রেম দেখে
প্রতিদিন নিয়ম করে
সন্ধ্যে প্রদীপ জ্বেলে।
বাহ্
ReplyDelete