দ্বিগুণ গ্রীষ্ম হারাধন চৌধুরী
কোনও বসন্ত থাকার জন্য আসে না
সকলের মতোই আসে একদিন চলে যাবার জন্যে
কিন্তু তাই বলে দ্বিগুণ গ্রীষ্ম ডেকে আনবে এক যামার্ধে!
কতদিন পর ছুটেছিল লোকাল ট্রেন
মিনসে জানে না তার জন্য ফের আদর জমে
লাল পাপড়িতে পাহাড়চূড়ায় বাক্সে মেঘে আকর্ষে
চোখ ছুটে ছুটে যায় মাজুফলের বনে ...
এইভাবে মাধবপুরের বাসিন্দা হয়ে উঠছিল
খাণ্ডবদাহনের সাক্ষী তিনজন
তিন ভুবনের পারে নিপুণ রিফু হচ্ছিল
চোখে লাজের নীচে খিদে টুকরো টুকরো
দেওয়ারও খিদে হয় মাটি ছাড়া আর জানে শুধু সে
একগলা মিষ্টি জলে দাঁড়িয়ে মাধবী দেখছে—
নিষ্ঠুর নোনা বান ধেয়ে আসছে সর্বাঙ্গে ...
হায়, আবার কে! ডেকে আনে দ্বিগুণ গ্রীষ্ম এক যামার্ধে?
সুন্দর
ReplyDeleteআমার শ্রদ্ধা ভালোবাসা জানবেন দাদা
Deleteদুর্দান্ত লেখা💐
ReplyDeleteআমার শ্রদ্ধা শুভেচ্ছা জানবেন কবি বন্ধু
Delete