মৌসুম্বি ফলের দিকে মৃণালেন্দু দাশ
অবরুদ্ধ ঘুম ও সন্যাস
চারদিকে কঠিন ধাতব দেওয়াল
পরস্পর যুদ্ধে লিপ্ত সমকামী স্রোত
সারিগান নিয়ে দু-এক প্রস্থ তরজা
বিষন্ন বেলুন , ফুলতেও চাইছে না
বিধি-নিষেধের বেড়া ভেঙে যারা যায়
তারা ফিরে আসছে না আর
এ-এক সুদূর পর্যটন ! সস্মুখে ধোঁয়াশা ,স্পষ্ট নয় ছবি
মাঝখানে হিজিবিজি আঁকা দিনরাত
নিশুতিনামা স্তব্ধতা
মৌসুম্বি ফলের দিকে ধাবমান বায়ু
তল্পিতাল্পা নিয়ে কোথায় চলেছে নিরীহ সংসার
এমন আহাম্মক দিন এসেছে আজ
নির্বিচারে কেউ গুলি খায় কেউ নেয় বুকে
দুজনের বিস্তর ফারাক মৌতাত আর মৃত্যুতে
অসময়ের কবিতা
ReplyDeleteভালো লাগল। অভিনন্দন কবি
ReplyDelete