Friday, 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়- জারা সোমা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

ক্রীড়নক        জারা সোমা


অন্ধকার আড়াল রাখলেও রয়ে যায় দায় 
আলপথের নাবালে অপেক্ষায় উত্তরাধিকার

    গুরুকুল থেকে উপজীব্য স্বরের কথাকলিতে
সুমন্ত্রগুলো কালক্ষেপণে  হয়ে ওঠে মন্ত্রণা

   কালো কুঁজ উগড়ে দেয় জমাট হলাহল
      অথচ চাঁদের তামাশা সর্বত্র দৃশ্যমান

রাত পোহালেই শুরু রমজান মাসের
  তবুও লুকোনো ক্ষত ফুঁড়ে দেয় আলেখ্য

     সমতা কেবল দাঁত দেখায় সংবিধানে

ক্রীড়নক হতে হতে মগজহীনতায় মেনে নিই
সংঘ আলোচনা এবং মানবতা সহাবস্থানের খিল্লি।





3 comments:

  1. যন্ত্রণার কবিতা। ভালো লাগল। অভিনন্দন কবি

    ReplyDelete
  2. খুব ভালো কবিতা পড়লাম
    শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধু

    ReplyDelete