Friday, 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-রোনক বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা || 

ছল     রোনক বন্দ্যোপাধ্যায়


মৌসুমী বায়ুর খামখেয়ালীপনায়
বর্ষায় ছেদ পড়ে কখনও,
অপেক্ষা করি প্রথম বৃষ্টিফোঁটার
পশ্চিমী ঝঞ্ঝা ঢেকে দেয় পৌষের শীত

সম্প্রতি সঞ্জয় দত্তের 'খলনায়ক' দেখা হল,
ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে এল মীরজাফর;
'মায়ার খেলা' দেখে ফিরি সংসারজীবনে,
কানামাছি খেলতে গিয়ে সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে

শার্টের কলারে পিন, নিয়মানুবর্তিতা শেখায়
ঘুমন্ত শিশুটির প্রশ্বাসবায়ুতে ভরে দেয় অ্যাসিটিলিন
স্নিগ্ধ প্রেমিকার খোঁপায় শুয়ে আছে চিতি সাপ,
খেলিয়ে খেলিয়ে ফাতনায় গেঁথে যায় মাছ,
'লু' বয়, তোমার আমার শুষ্কতার কথা বাতাসে ভেসে বেড়ায়

গল্পের ব‌ই পড়ি, চৌকিদার হেঁটে যায় বাড়ির পাশ দিয়ে
সিসিটিভি, মজবুত লোহার গেট ছেড়ে
গোপন দরজা দিয়ে ঢুকে পড়ে রাজমিস্ত্রির পোষমানা লোক।






2 comments: